স্ট্যাটিসটিক ওয়েবসাইট বলতে আমরা বুঝি যেসকল ওয়েবসাইটে কোন এডমিন প্যানেল থাকে না। সাধারনত যেসকল কোম্পানি তাদের সেবা বা প্রডাক্ট অনলাইনে বার বার এডিট  / আপডেট  / নতুন ডাটা এড করতে হয় না তারা এই সেবাটি নিতে পারেন। আমাদেরকে ডাটা প্রবাইড করার পর আমরা সেগুলো দিয়ে নন ডায়নামিক বা স্ট্যাটিসটিক ওয়েবপেজ তৈরি করে দেব। html / css / js টাইপের ফাইল দিয়ে কাজটি করে দেয়া হবে। কোন তথ্য পরবর্তীতে পরিবর্তন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সেটা করতে হবে। অথবা কোন ওয়েব ডিজাইনারকে দিয়ে কাজটি করে নিতে পারেন।

স্ট্যাটিসটিক ওয়েবসাইট


বেসিক প্যাকেজঃ বেসিক প্যাকেজে যেসকল পেইজ ও কাজ দেয়া হবে তার নমুনা নিচের ডেমো লিংকে দেখুন।  ২০ টাকার প্যাকেজে হোম পেজ তৈরী করে দেয়া হবে বা ১ পেইজের একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। 

বিজনেস প্লানঃ ১০ টি স্ট্যাটিসটিক পেজ ও একটি ডায়নামিক কন্ট্রাক্টআস পেজ তৈরি করতে পারেন মাত্র ১২০০ টাকায়। নমুনা বা উদাহরন নিচের লিংকে দেখুন।

প্রফেশনাল প্লানঃ ফুল ডায়নামিক পিএইচপি ওয়েবসাইট তৈরি করুন মাত্র ৭ হাজার টাকায়। এই প্যাকেজে ই-কমার্স ফাংশন ছাড়া যেকোন ধরনের ডায়নামিক ওয়েবসাইট / ওয়েব এপ্লিকেশনে তৈরি করে দেয়া যাবে।  ই-কমার্স ওয়েবসাইট সর্বনিন্ম ১৫০০০ টাকা দিয়ে শুরু হয়। ওয়েবসাইটের ধরন ও ফাংশনাল কাজের ভিত্তিতে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ফি নির্ধারণ করা হয়। এজন্য আমাদের সাথে যোগাযোগ করে আপনার রিকুয়ারমেন্ট অনুযায়ী ফি বা বাজেট দেয়া হবে।